December 15, 2018|  
।। বৃহত্তম বরিশাল বিভাগের সর্ব প্রথম আই.টি সংবাদ ভিত্তিক আপনাদের অনলাইন ম্যাগাজিন মিডিয়া ডিজিটাল বরিশাল ডট কম আপনাকে স্বাগতম।।

লিংডইনে (Linkedin) করণীয় ১৪টি বিষয়

১। আপনার স্কিল প্রকাশ পায় এমন কোন কাজ করে থাকলে সেটি লিঙ্কডিনে শেয়ার করুন
২। আপনার কোন কাজ কোম্পানিতে কোন ভ্যালু এড করলে সেটি লিংকডিনে শেয়ার করুন

৩। কোনো গুনী মানুষের দেখা পেলে তার সাথে ছবিসহ কি শিখলেন সেটা শেয়ার করুন
৪। আপনার কোম্পানিতে কোন সার্কুলার থাকলে সেটি লিঙ্কডিনে শেয়ার করুন

৫। কোনো জীবন সহজ কারক উক্তি বা অনুপ্রেরণামুলক গল্প লিঙ্কড ইনে শেয়ার করুন।
৬। যেকোন বড় ধরনের মিটিং বা ইভেন্টে যোগদান করলে সেখান থেকে কিছু লার্নিং পয়েন্ট ছবি সহ লিঙ্কডিনে শেয়ার করুন

৭। আপনার কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কিত তথ্য লিঙ্কডিনে শেয়ার করুন
৮। কোনো ট্রেনিং প্রোগ্রামে যোগদান করলে সেখানকার শিক্ষণীয় দিক ও ট্রেইনারের কাছ থেকে সার্টিফিকেট নেয়ার মুহুর্তটি সহ ছবি শেয়ার করুন

৯। কোন ইভেন্টে বা সেমিনারে কথা বলার সুযোগ হলে সেখানে আপনার কথা বলার টপিক কি ছিল সেটি ছবিসহ শেয়ার করুন
১০। টিমের কিংবা ডিপার্টমেন্টের যেকোন সাফল্যগাথা ছবি সহ শেয়ার করুন

১১। কোন প্রজেক্ট শেষ হলে বা কোন সমস্যা সমাধান করলে সেটা শেয়ার করুন
১২। কোন প্রশংসা মূলক ইমেইল পেলে সেটিও শেয়ার করতে পারেন

১৩। কাজের পুরস্কার হিসেবে গিফট পেলে কোন কাজের জন্য পেয়েছেন সেটি উল্লেখ করে গিফট সহ ছবি তুলে শেয়ার করুন
১৪। অপরের যে কোন ভালো কাজে নিজের একাত্মতা জানিয়ে কমেন্ট করুন

দিনে তিন থেকে চারটি পোষ্ট লিঙ্কডিনে করা যেতে পারে, কাজেই নিজে আপডেট থাকুন ও অপরের আপডেট গুলো জেনে নিন